১) The Purge: Anarchy (2014)
২) The Purge (2018– )
৩) The Purge: Election Year (2016)
৪) The Purge (I) (2013)
৫) The First Purge (2018)
ক্যাটাগরিঃ অ্যাকশান, হরর, সাইফাই
ভাষা - ইংরেজি
ডিউরেশন - ৯০ মি+
The Purge মুভিগুলার কনছেপ্ট সব একিরকম। সাইভাইবাল টাইপের। এখানে Purge দিয়ে একটা নিদিষ্ট দিনের রাতকে বুঝায় যেই রাতে সব রকম অপরাধ লিগাল হয়ে যায়। যে যা খুশি করতে পারবে। সব এলাউড। যার যত রাগ, হিংসা, ক্ষোভ আছে সব মিটাও অন্যের উপর এমন টাইপের।
মূল কাহিনী এই মুভিগুলোরঃ
এই পার্জ নাইট সরকারের মাধ্যমে সেট করা হয়ে থাকে। সকালবেলা আবার পার্জ টাইম শেষ হয়ে গেলে এই হত্যাযজ্ঞ শেষ। কেউ এই পার্জের পক্ষে থাকে, কেউ বা বিপক্ষে। তাদের মধ্যেই টিকে থাকার লড়াই। আমি এই কনছেপ্টের ২টা মুভি (The Purge: Anarchy, The First Purge) দেখছি আর দুইটাই প্রায় একিরকম ছিল। অ্যাকশান মুভি হলেও এতে হরর ফিল আছে যেহেতু যে বেঁচে থাকার লড়াই।
অকে আপনি মুভিটি দেখবেন কি দেখবেন নাহ তা ৩ভাবে জাজড করি। Not Bad, Good, Must. এই মুভিতে আমার মতামত হলো - Good. 👌

Comments
Post a Comment