I Saw the Devil (2010)
ক্যাটাগরিঃ অ্যাকশন, হরর, থ্রিলার
ডিউরেশনঃ ১৪২ মিনিট
দেশঃ দক্ষিণ কোরিয়া
ভাষাঃ কোরিয়ান
রেস্ট্রিকশনঃ প্রাপ্তবয়স্ক
ক্যাটাগরিঃ অ্যাকশন, হরর, থ্রিলার
ডিউরেশনঃ ১৪২ মিনিট
দেশঃ দক্ষিণ কোরিয়া
ভাষাঃ কোরিয়ান
রেস্ট্রিকশনঃ প্রাপ্তবয়স্ক
একজন সিক্রেট এজেন্ট/গুপ্তচর একজন সিরিয়াল কিলার উপর প্রতিশোধ নেয় তাকে নানান ভাবে টরচার করে। তাকে ধরে, মারে, ছাড়ে আবার ধরে! ২০১৪ সালে এই মুভি বলিউডে Ek Villain নামে রিমেক করা হয়েছে। অরিজিনাল মুভিতে এত পরিমাণ ভায়োলেন্স ছিল যে পরিচালককে মুভি রিলিজ দেবার আগে ৭ বাট মুভির কিছু সিন কেটে বাদ দিতে হয়েছে। এই মুভিটি হলে/বাড়িতে দেখার মধ্যেও রেস্ট্রিক্টেড করা হয়েছিল। ১৯ টি নমিনেশন পেয়ে ১৬ট এওয়ার্ড জিতেছে এই মুভি।
মূল কাহিনীঃ
সিক্রেট এজেন্টে Soo-hyun(নায়ক)-এর ওয়াইফ Joo-yun(নায়িকা) কোথাও বেড়াতে গেলে সিরিয়াল কিলারের Kyung-chul(ভিলেন)-এর দ্বারা নিহত হয়। সে তাকে মেরে পিস পিস করে কেটে একেক যায়গায় একেক অংশ ফেলে রাখে। পুলিশ সেই বডি উদ্ধার করে।
নায়িকার বাবা Soo-Hyun-কে কিছু সন্দেহ জনক সিরিয়াল কিলারের লিস্ট দিলে Soo-hyun সেই সিরিয়াল কিলারকে খুজতে শুরু করে আর তার ওয়াইফের খুনিকে খুঁজেও বের করে। কিন্তু সে তাকে একেবারে মারে নাহ! তাকে একটু একটু করে মারতে থাকে। পা, হাত, আঙুল একটা একটা করে ব্রেক করে। সিরিয়াল কিলার কোন মেয়েকে সামনে পেলেই তাকে এবইউস করে মেরে ফেলে। আর নায়ক ধরা মাত্রই তাকে কঠিন মাইর দেয় বাট বাঁচায় রাখে। পরে সেই সিরিয়াল কিলার নায়িকার বাবাকে মেরে ফেললে Soo-Hyun সেই কিলারে বাড়িতেই তাকে ট্রেপে আটকায় যেখানে তার ওয়াইফলে সে মেরে পিস পস করেছিল। এমন এক ট্রেপ বানায় যে কেউ দরজা খুললেই তারা গলা থেকে মাথা ২ভাগ হয়ে যাবে। পরে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর সেখানে সেই সিরিয়াল কিলারের ফেমিলি আসে আর দরজা ধাক্কা দেয়া মাত্রই একটা ভারী ব্লেড তার গলায় এসে পরলে তার মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। এভাবেই মুভিটি শেষ হয়।
এই মুভিটিকে সেরা রিভেঞ্জ মুভি গুলির একটি! প্রতিশোধ যে কতটা কঠিন হতে পারে এই মুভিটা না দেখলে আপনি বুঝতে পারবেন না।
অকে আপনি মুভিটি দেখবেন কি দেখবেন নাহ তা ৩ভাবে জাজড করি। Not Bad, Good, Must. এই মুভিতে আমার মতামত হলো - Must. 😍



Comments
Post a Comment