Montage (2013) কোরিয়ান মুভি বাংলা রিভিউ


Montage (2013) 
ক্যাটাগরিঃ অ্যাকশন, ড্রামা, মিস্ট্রি
ডিউরেশনঃ ১২০ মিনিট
দেশঃ দক্ষিণ কোরিয়া   
ভাষা - কোরিয়ান

১৫ বছর আগে এক বাচ্চা মেয়েকে কিডনাপ করে মেরে ফেলা হইছিল যেই কেস আজো সলভ করা যায়নি। এত বছর পর হঠাৎ আরেকটি বাচ্চা মেয়েকে একিভাবে কিডনাম হলে সবাই সেই কিডনাপের পিছে লাগে। এবার তাকে কোনভাবেই পালাতে দেয়া যাবে নাহ! এই মুভিটি ২০১৬ সালে Te3n নামে বলিউডে রিমেক করা হইছে।

মুল কাহিনীঃ 

১৫ বছর ধরে চলছে কেস। সন্তানহারা মা আজো আশায় আছে তার মেয়ের খুনির বিচার হবে। বাট প্রতিটি কেসের সমাধান করার একটি নিদিষ্ট সময় আর তা ১৫ বছর। এই সময় শেষ হয়ে গেলে সেই কেস বন্ধ করে দেয়া হবে। অনেক তদন্ত করেও কেউ কিছু বের করতে পারে নাহ। কেস বন্ধ হয়ে যায়।



কিন্তু সেই মা হাল ছাড়ে নাহ। সে নিজেই তদন্ত শুরু করে। কিছুদিন পরেই আরেকটি বাচ্চা মেয়ের কিডনাপ হয় ঠিক আগের মত। কেস সলভ করার জন্য নতুন অফিসার আনা হয়। নতুন অফিসার আগের অফিসারের কাছ থেকে জানতে পারে এই কিডনাপার আর আগের কিডনাপার সেম। কারণ ২ কেসের কিডনাপিং, টাকা চাওয়ার পদ্ধতি, যায়গা সব সেম।



পরে জানা যায়, ২য় যেই বাচ্চা মেয়েটাকে কিডনাপ করা হইছে তার নানাই ১৫ বছর আগে১ মবারের বাচ্চা মেয়েটাকে কিডনাপ করেছিল আর অনিচ্ছাকৃত সেই মেয়েটা মারা যায়। তাই সেই মা কিডনাপরকে তার অপরাধের শাস্তি দেবার জন্যই তার নাতনিকে কিডনাপ করছে। এটা প্রথম কেসের অফিসার জানতে পারলে সে সেই মাকে কথা দেয় সে সুবিচার পাবে। পরে সেই অফিসার কিডনাপারকে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করে আর জানায় সে নিরুপায় হয়ে তার অসুস্থ মেয়েকে বাচাতে টাকার জন্য কিডনাপ করেছিল আর তার উদ্দেশ্য ছিল জাস্ট টাকাটা নেয়া। কিন্তু বাচ্চা মেয়েটা পালাতে গিয়ে পাহাড় থেকে পরে মারা যায়।



পরে অফিসার আর কিডনাপারের মধ্যে ডিল হয়, সে তার অপরাধ স্বীকার করবে তাহলে সে তার নাতনি কে ফিরে পাবে। সে এতে রাজী হয়, তার নাতনিকে তার মেয়ের কাছে ফিরিয়ে দেয়া হয় আর তাকে জেলে পাঠানো হয়। এভাবেই মুভিটি শেষ হয়।

অকে আপনি মুভিটি দেখবেন কি দেখবেন নাহ তা ৩ভাবে জাজড করি। Not Bad, Good, Must. এই মুভিতে আমার মতামত হলো - Must. 😍

Comments