The Client (২০১১)
ক্যাটাগরিঃ ক্রাইম, মিস্ট্রি, থ্রিলার
ডিউরেশনঃ ১২৩ মিনিট
ভাষাঃ কোরিয়ান
ক্যাটাগরিঃ ক্রাইম, মিস্ট্রি, থ্রিলার
ডিউরেশনঃ ১২৩ মিনিট
ভাষাঃ কোরিয়ান
একজন অভিজাত আইনজীবী Kang Seong-Hee তার মক্কেলকে (যাকে কিনা তার নিজের স্ত্রীকে হত্যার আসামিকে ভাবা হচ্ছে) বাচানোর জন্য আরেক অভিজাত আইনজীবীর সাথে লড়ছে।
মূল কাহিনীঃ
১ বছর বিবাহবার্ষিকী Han Chul-min-এর তার স্ত্রী উপহার দিতে বাসায় ফিরলে দেখায় যায় তার স্ত্রীকে কে মেরে বডি গায়ের করে দিছে আর তার স্ত্রীর হত্যার অভিযোগে পুলিশ তাতে গ্রেফতার করে। পুলিশ অনেক খুঁজেও বডি পায় নাহ তাই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে চার্জ আনতে পারে নাহ। এমন সময় Kang Seong-Hee-এর বন্ধু এসে তাকে এই কেস নিতে বলে আর জানায় সে Han কে চিনে আর সে খুনি হতে পারে নাহ। অন্যদিকে বিপক্ষের উকিল Ahn Min-ho তার ক্লাইন্ট নায়িকার মাকে তার মেয়ে হত্যার যোগ্য বিচার পাওয়াতে বদ্ধপরিকর।
আসতে আসতে অনেক তথ্য উঠে আসে। বাট খুন যে হয়েছে তা প্রমাণ করতে তো এট লিস্ট বডি পাওয়া প্রয়োজন আর অন্যদিকে আসামি বিপক্ষে তেমন কঠিন প্রমাণ না পাওয়া গেলে, সঠিক প্রমাণ না পাওয়ার ফলে Han Chul-min-কে ছেড়ে দেয়া হয়। কোটে Kang-কে বিপক্ষের উকিল Aha Min-min জানায় সে ভুল করল। সে একজন খুনিকে বাঁচিয়েছে। পরে Kang সব কিছু আমার মিলিয়ে বুঝতে পারে সে আসলেই ভুল করেছে। তাই সে সরাসরি তার ক্লাইন্ট Han Chul-min কে জিজ্ঞেস করলে সে তা স্বীকার করে। আর পরে Kang তার ক্লাইন্টকে আবার পুলিশের কাছে ধরিয়ে দেয়। এভাবেই মুভিটি শেষ হয়।
অকে আপনি মুভিটি দেখবেন কি দেখবেন নাহ তা ৩ভাবে জাজড করি। Not Bad, Good, Must. এই মুভিতে আমার মতামত হলো - Good. 👌


Comments
Post a Comment