Reprisal (2018)
ক্যাটাগরিঃ অ্যাকশন, ক্রাইম, থ্রিলার
ডিউরেশনঃ ৮৯ মিনিট
ভাষা - ইংরেজি
একজন ব্যাংকার ডাকাতির সম্মুখীন হয়ে সেই ডাকাতকে ধরতে গিয়ে নিজের ফেমিলিকেই বিপদের মুখে ফেলে দেয়। এবার তার এক প্রতিবেশী আর সে মিলে তার ফেমিলিকে বাঁচাবে।
মুল কাহিনীঃ
জ্যাকব একজন সাধারণ ব্যাংক ম্যানেজার আর ওয়াইফ মেয়ে নিয়ে তার সুখী পরিবার। একদিন ব্যাংকে কাজ করা অবস্থায় তার ব্যাংকে এক ডাকাত হানা দেয়। জ্যাকবকে জোর করে কাজে লাগিয়ে সে ব্যাংকের অনেক টাকা চুরি করে। এতে জ্যাকব অনেক গিলটি ফিল করে। তার মনে হয়, সে কিছু একটা করতে পারলে এই ডাকাতি-টা আটকাতে পারত। তাই সে তার প্রতিবেশি জেমস (যে আগে পুলিশ অফিসার ছিল) এর সহযোগিতায় সেই ডাকাতকে খুজে বের করে আর একটা ডাকাতিতে বাধা দেয়। ফলে সেই ডাকাত কোন মতে পুলিশের কাছ থেকে বেঁচে গেলেও তার চুরি করা টাকা একটি গ্যারেজে লুকিয়ে রেখে যেটা জ্যাকব পেয়ে বাসায় নিয়ে আসে। এতে এই ডাকাত তারা টাকা ফিরিয়ে দেয়ার জন্য জ্যাকবের মেয়ে আর ওয়াইকে কিডনাপ করে। পরে মুক্তিপনের টাকা নেয়ার সময় পুলিশ আর ডাকাতের গোলাগুলিতে সেই ডাকাত মারা যায়। জ্যাকবের মেয়ে আর স্ত্রীকে পুলিশ উদ্ধার করতে পারে।
অকে আপনি মুভিটি দেখবেন কি দেখবেন নাহ তা ৩ভাবে জাজড করি। Not Bad, Good, Must. এই মুভিতে আমার মতামত হলো - Not Bad. 🙂

Comments
Post a Comment