Parker (2013)
ক্যাটাগরিঃ অ্যাকশন, ক্রাইম, রোম্যান্স
ডিউরেশনঃ ১১৮ মিনিট
ভাষা - ইংরেজি
একজন নীতিবান চোর তার গ্রুপের সদস্যদের দ্বারা প্রতারিত হলে এবার সে তার প্রতিশোধ নিবে। অন্য আরেকজন সাধারণ মহিলার সাথে হাত মিলিয়ে সেই প্রতারক চোরদের সদ্য চুরি করা সম্পদই তাদের কাছ থেকে ডাকাতি করে।
মুল কাহিনীঃ
মুভির শুরুতেই পার্কার (নায়ক) তার গ্রুপের সাথে একটি মেলায় সফলভাবে ডাকাতি করে। ডাকাতির সময় একজন পুলিশ অফসার মারা যায় তাদের গ্রুপের একজন সদস্যসের ভুলের জন্য। এতে পার্কার রেগে যায় আর তার ভাগ নিয়ে সে এই গ্রুপ থেকে চলে যেতে চায়। কিন্তু অন্য চোর সদস্যগুলে তাকে অন্য বড় ডাকাতির অফার করলে পার্কার তা রিজেক্ট করে। এতে বাকী চোর রেগে গিয়ে তাকে গুলি করে রাস্তার পাশে ফেলে দেয়।
এই কৃষক তাকে রাস্তার পাশ থেকে পেয়ে হাসপাতালে ভর্তি করলে সে বেঁচে যায় আর প্রতিশোধ নেবার জন্য বের হয়। অনেক লিংকের মাধ্যমে জানতে পারে সেই চোরগুলা সব ফ্লোরিডার পাম বিচে অবস্থান করছে আর তারা সেখানেই তাদের বড় চুরিটি করতে যাচ্ছে।
পার্কার সেখানে ছদ্মবেশে যায় বাড়ি কিনতে। সেখানে প্রপার্টি ডিলার এক মহিলাকে কাজে লাগিয়ে সে সেই চোরদের সকল কাজে নজর রাখে। ফাইনালি চোরগুলো একটি অকশন থেকে অনেক হীরার অলংকার চুরি করে আনলে পার্কার তাদের কাছ থেকে সব কেড়ে নেয়। পার্কারকে সাহায্য করার জন্য সেই প্রপার্টি ডিলার মহিলাকে সেই হীরার কিছু শেয়ার তাকে দেয়া হয় আর পার্কারের জীবন বাঁচানোর জন্য সেই কৃষকেও টাকা দেয়া হয়। এভাবেই মুভিটি শেষ হয়।
অকে আপনি মুভিটি দেখবেন কি দেখবেন নাহ তা ৩ভাবে জাজড করি। Not Bad, Good, Must. এই মুভিতে আমার মতামত হলো - Good. দেখতে পারেন মুভিটি।

Comments
Post a Comment