Murder on the Orient Express (2017) মুভি বাংলা রিভিউ


Murder on the Orient Express (2017)
ক্যাটাগরিঃ ক্রাইম,  ড্রামা, মিস্ট্রি
ডিউরেশনঃ ১১৪ মিনিট
ভাষাঃ ইংরেজি

Orient Express ট্রেনে এক বিজনেসম্যানের খুন হলে সেই ট্রেনেরই যাত্রী বিখ্যাত ডিটেকটিভ Hercule Poirot-কে তার বন্ধু এই কেস সমাধান করতে দেয়।

মূল কাহিনীঃ 

১৯৩৪ সালে বিখ্যাত বেলজিম ডিটেকটিভ জেরুজালেমে কেস সলভ করে কিছুদিন ছুটি কাটাতে লন্ডনে ফিরার জন্য তার বন্ধুর ট্রেনে Orient Express করে রওনা হয়। ট্রেন বেশ কিছু যাত্রী ছিল। কেউ ডাক্তার, এক্টর, বিজনেসম্যান, সাবেক ডিটেকটিভ ইত্যাদি। যাত্রার এক সময় বিজনেসম্যান Edward Ratchett ডিটেকটিভ  Poirot-কে জানায় তার পিছে অনেক শত্রু লেগেছে কারণ সে অনেক বড় বিজনেসম্যান আর সে ইটালিয়ানো মাফিয়া তাকে মেরে ফেলতে চায় কারণ তাদের সাথে বিজনেসে মনমালিন্য হয়েছে। তাই সে এই ট্রেন যাত্রায় যাতে কেউ তাকে মেরে ফেলেতে না পারে সেটা নিশ্চিত করার জন্য সে ডিটেকটিভ Pairot-কে হায়ার করতে চায়। কিন্তু ডিটেকটিভ তা প্রত্যাখ্যান করে কারণ সে অপরাধীদের খুঁজে বের করে বাট তাদের প্রটেকশন দেয় নাহ।


সেই রাতেই Edward Ratchett করা হয়। এই নিউজ পুলিশ জানলে ডিটেকটিভ এর বন্ধুর ট্রেনের নাম খারাপ হবে আর তাই তার বন্ধু ডিটেকটিভ Pairot-কে এই কেস সলভ করার অনুরোধ করে নাহলে সে অনেক বাজেভাবে ফেঁসে যাবে আর অন্য কোন নিরপরাধ শাস্তি পাবে। 


তদন্ত শুরু হয়। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেসের এভিডেন্স হিসাবে প্রাপ্ত এক লেটার পড়ে ডিটেকটিভ Pairot-এর কিছুদিন আগের একটি কেসের কথা মনে পরে যেখানে তার বন্ধু Colonel John Armstrong-এর ছেলেকে John Cassetti নামে একজন কিডনাপ করে মেরে ফেলে। এই শোকে বাচ্চার মা মারা যায় যে কিনা প্রেগন্যান্ট ছিল। আর অন্যদিকে নিজের পরিবার হারিয়ে Armstrong তার পরিবারের সঠিক বিচার পাবার জন্য ডিটেকটিভ Pairot-কে চিঠি লিখে পাঠায়৷ কিন্তু সেই চিঠি তার কাছে পৌছাবার আগেই Colonel John Armstrong আত্মহত্যা করে। আর এই বিজনেসম্যানই সেই খুনি John Cassetti যে কিনা এখন নাম পালটে Edward Ratchett হয়েছিল।


 অনেক তদন্তের পরে বুঝা যায় তাকে যেই/যারা মেরেছে সে এই ট্রেনেই আছে কয ট্রেনপথ তুষারপাতে নষ্ট হওয়াতে ট্রেন এখন থেমে রয়েছে, খুনি এখন পালাতে পারেনি। সব ক্লু মিলিয়ে ডিটেকটিভ Pairot বুঝতে পারে এই ট্রেনে সবাই কোনো না কোনোভাবে Colonel John Armstrong এর সাথে কানেক্টেটেড। অনেক ক্ষোভেই তারা সবাই Edward Ratchett কে মেরে প্রতিশোধ নিয়েছে। তারা সবাই এটা স্বীকার করে আর জানায় এটা Edward Ratchett এর প্রাপ্য ছিল সে যা করেছে তার জন্য।


এবার ডিটেকটিভ Pairot দ্বিধায় পরে যায়, সে কি করবে??? সত্য বলে সবাইকে পুলিশের কাছে তুলে দিবে নাকি এদের সবার মনের অবস্থা বিচার করে তাদের কে সেভ করবে। অনেক চিন্তার পর ডিটেকটিভ Pairot বুঝতে পারে সব কিছু আইনের শাস্তির মাপকাঠি দিয়ে বিচার করা যায় নাহ। তাই সে পুলিশকে বলে দেয় Edward Ratchett -কে ইটালিয়ানো মাফিয়াই মেরেছে। এভাবেই মুভিটি শেষ হয়।



অকে আপনি মুভিটি দেখবেন কি দেখবেন নাহ তা ৩ভাবে জাজড করি। Not Bad, Good, Must. এই মুভিতে আমার মতামত হলো - Must. 😍

Comments