Heist (2015)
ক্যাটাগরিঃ অ্যাকশন, ক্রাইম, থ্রিলার
ডিউরেশনঃ ৯৩ মিনিট
ভাষাঃ ইংরেজি
একজন বাবা তার মেয়ের মেডিকেল ট্রিটমেন্টের টাকা যোগাতে তার সাথে কাজ করা একজন লোভী কর্মীর সাথে হাত মিলিয়ে কাসিনোতে ডাকাতি করে। ডাকাতি করার করে পালাতে গিয়ে বিপদে পরে এক বাস হাইজ্যাক করতে বাধ্য হয় বাঁচার জন্য।
মূল কাহিনীঃ
Luke Vaughn এক বড় ডনের কাসিনোতে কাজ করে। তার মেয়ের মেডিকেল ট্রিটমেন্টের জন্য টাকা প্রয়োজন তাই সে তার কাসিনো মালিকের Pope-এর কাছে টাকা ধার চায় তা আন্ডারে সে ছোটবেলা থেকে কাজ করছে। কিন্তু সেই মালিক তাকে টাকা দিতে পারবে নাহ বলে জানায় কারণ তার বিজনেসের রুল এটা।
Luke হতাশ হয়ে ভাবতে থাকে কি করা যার তখন তার কাছে সেই কাসিনো এক সিকিউরিটি Cox এই কাসিনোতেই ডাকাতি করার প্রস্তাব দেয়। কিন্তু লুক জানে সেটা অনেক রিস্কি। ধরা পরলে জীবন যাবে নিশ্চিত কিন্তু নিরুপায় হয়ে সে এই প্রস্তাবে রাজি হয়ে ডাকাতি করে ফেলে।
ডাকাতি করে পালাতে গিয়ে ডনের গুন্ডাপান্ডা তাদের পিছনে পরলে তারা বিপদে পড়ে যায়। কোনো উপায় না পেয়ে তারা একটি বাস হাইজ্যাক করে যাতে পুলিশ তাদের পিছে আর ডনের লোক এর থেকে সরে যায়। Cox চায় এই টাকা নিয়ে যেভাবেই হোক পালাতে কিন্তু Luke Vaughn পালাতে পারবে নাহ। কারণ সেইরাত ৭টার মধ্যে হাসপাতে টাকা না পৌছালে তার মেয়ের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। তাই তাদের মধ্যে শেষ ঘাপলা লেগে Cox মারা যায়। বাসের সবাই Luke Vaughan-এর পরিস্থিতি বুঝতে পেরে তারা তাকে সাহায্য করে পুলিশের কাছ থেকে বাঁচতে আর টাকাটা সঠিক সময়ে হাসপাতালে পৌছাতে।
শেষমেশ Pope এর কাছে ধরা খেলে সে Luke কে ছেড়ে দেয়। তার মনে হয় সে সারাজীবন অনেক খারাপ কাজ করেছে যা সে আর ঠিক করতে পারবে নাহ। কিন্তু সে আর খারাপ কাজ করার থেকে নিজেকে আটকাতে পারে। তাই এই ভাল কাজটা সে করতে চায় যাতে Luke তার মেয়ের সাথে দেখা করতে পারে। এভাবেই মুভিটি শেষ হয়।
অকে আপনি মুভিটি দেখবেন কি দেখবেন নাহ তা ৩ভাবে জাজড করি। Not Bad, Good, Must. এই মুভিতে আমার মতামত হলো - Good. 👌




Comments
Post a Comment